Song Credit:
Cast: Riaz &
Ravina
Singer: Andrew
Kishore
Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Praner Cheye
Priyo
Director: Mohommod
Hannan
Production: Mass
Media Limited
Label: Anupam
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
ও..পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
@forhad99
কাজল কালো ঐ দুটি চোখ
ও চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলেই
পড়ে যাই চোখের কাছে ..
গোলাপ রাঙা ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
ও আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
হো পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
@forhad99
রেশম নরম তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল এ মন পাবার আশায়
করছে যেন হুতাশ
পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার জ্যোতি
একেই বলে অপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এ বুকের মাঝে থাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
ও আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
এই পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
ও আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
Pore Na Chokher Polok
Pore Na Chokher Polok
Ki Tomar Ruper Jholok
Dohai laage mukhti tomar ektu anchole dhako..
Ami Gyan Harabo Morei Jabo
Banchate Pabe nako
Kajol kalo, Oi duti chokh O chokhe jadu ache
Chokher aral, Hote gele Pore jai chokher kache
Golap ranga, Thote tomar
Mayabi madhur haashi
Ektu heshei, Porate paro Hajar-o golay fashi
Shobai tomay, Chaite pare Nijeke lukiye rakho..
Ami Gan Harabo Morei Jabo
Bachate Pabe nako
0 Comments