Song Credit:
Singer: DJ Maruf
Lyrics: DJ Maruf
Music: Meer
Brothers
Studio: Gayenbari
বাবু খাইছো
আজকাল ভালোবাসা
একটু স্ট্রেঞ্জ
হুট-হাট
বাবু আর
হুট-হাট
চেঞ্জ,
কে যেন
কার সাথে
বোঝা বড়
দায়
এই মিঙ্গেল
আর সিঙ্গেল
হায়।
প্রেমে পড়ে
মাখামাখি চলে
রাত দিন
চেরাগ হাতে
ঘষাঘষি তুমি
আলাদীন,
ভালোবাসা
শুধু নাকি
ফাস্টফুডে যায়
আমি শালা
বুঝিনা, কী
এত খায়?
মনগড়া আনাগোনা
আমি জান,
তুমি সোনা,
কিছু মিছু
যান টান
খাইসেন দাইসেন
বাড়ি যান।
কানে মুখে
কানাকানি
চলে তুমি
আমি জানি,
ফাপর টাপর
টপর টপর
ক্রাশ খাচ্ছো
লক্কর ঝক্কর।
ফান টানে
মাখামাখি
জান তুমি
আমার পাখি,
পাখি পাখি
পক পক
প্রোফাইলটা
লক লক,
ভালো টালো
যত কালো
ভালোবাসা মহাকালো।
সারাদিন
ঘ্যানঘ্যান প্যান
প্যান আর
বাবু খাইছো?
বাবু খাইছো?
..
আহা, আস্ক
করোনা, আস্ক
করোনা
বাবু খাইছো?
বাবু খাইছো?
..
আহা, আস্ক
করোনা, আস্ক
করোনা।
মুরগিটাকে
ইদানিং খুব
ভঙ্গাচ্ছি
হেই তুমি
অন্য মেয়ের
দিকে তাকাইলা
কেন?
যাহ এবার
শপিং টপিং
ট্রিট চাই
ট্রিট দাও
এক্সট্রা
টপিং,
মনে মনে
রং ঢং
লাভ ইজ
পিউর
আসলে যে
কি চলে
nobody is sure,
হে হে
মামা দেখছস
মেশিন
লাস্ট উইকেই
দিলাম সেটিং।
এই সিজনটাই
এটাই চলবো
তোর কপাল
কি লুঙ্গি
যে টান দিলেই খুলবো?
গুডবয় জানে
ও করে
বেবি বেবি
আর কিছুই
তো চাইনি
দিয়ে দিলো
সবই,
মুখে টুয়েন্টির
প্রেম এমনই
তো হয়
জান-টান
চলে না
আর বাবু
বাবু কয়।
Babu Khaicho
Aajkal valobasa ektu strange
Hoot-haat babu aar hoot-haat change
Ke jeno kar sathe bojha boto daay
Ei mingle aar single haay
Preme pore makha makhi chole raat din
Cheyrag haate ghosa ghosi tumi aladin
Bhalobasha shudhu fastfood e jaay
Ami sala bujhina ki eto khay
Mongora anagona Ami jaan, tumi sona
Kichu michu jaan taan
Khaisen daisen bari jaan
Saradin ghyan ghyan pan pan aar
Babu khaicho? Babu khaiso?
0 Comments