Song
Credit:
Film:
Herogiri
Song:
Ke Tui Bol
Singer:
Arijit Singh
Lyrics:
Prasen
Music:
Jeet Gannguli
কে তুই বল
মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয় (x2)
তোর ছায়ার সঙ্গী হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
পুড়তে বসে তুই তাকালে
মনেরই শহর।
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়।
যদি মনে ধরে, আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জা তে তোর্
নেমেছে চিবুক।
কল্পনাদের আস্কারা দি
ইচ্ছে গাছে জল
অল্প আলোর অল্প ছায়ার
গল্প আমায় বল।
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল লিরিক্স :
Mon amar tor kinare haralo din-dahare
Se to ar manchhe na re,
ebar bhalobashte aye (x2)
Tor chayar songee hobo duhaate prem kurobo
Amake chupti kore moner kotha bolte aay
Ami jete pari heshei perote pari onek onek otol
Tor kotha othey amar kopale jotey
darun khushir dol
Ke Tui Bol ?
Urte chaowar icche hotei elam kache tor
Purte boshe tui takale moneri shohor
Ektu durei dakche jibon jacchi chole tai
Bhabchi toke ankchi koto rongeen bahanay
Jodi mone dhore amay songey kore
megher muluke chol
Tor kotha uthe amar kopale jute
daarun khusir dol
Ke tui bol ?
0 Comments