Song Credit:
Album Title: Puja
Hits Volume 84
Artist: Manna Dey
Music Director:
Prabhas Dey
Lyricist: Jahar
Mazumder
সবাই তো সুখী হতে চায়
সবাই তো সুখী হতে চায়
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না ….
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না….
সবাই তো সুখী হতে চায় ……
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোন দিন সেই সুখ পাখি …..
এই চেয়ে থাকা আর প্রানে সয়না
সবাই তো সুখী হতে চায় ….
ভালবেসে সুখী হতে বল কেনা চায়
রাধা সুখী হয়েছিল এই শ্যামরায় …..
আমি ও রাধার মত ভালবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো ….
এই চেয়ে থাকা আর প্রানে সয়না …
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না…
1 Comments
Good
ReplyDelete