Song credit:

Lyrics& Tune: Js Sajib 

Vocal : Samz Vai & Js Sajib 

Music: Samz Vai 

Edite: Lutfor Rahman Emu

মনটা ভাঙ্গিয়া

ওরে মন বোবা মন তুই কেনো ভাবিস যে ভুলে গেছে তোকে অভিমান হবে কি আর নেই তো ভালোবাসা ডুবে গেছে আঁধারে.... ও.....চাই না এ ভালোবাসা চাই না অবহেলা.. দেখতে চাই না তোমার ওই মিছে মায়া.. পুড়ছে হৃদয় আমার যাক না পুড়ে আমি আর নেই তো আর আমারই মাঝে.... আমার মন টা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া, আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া.... তুমি ফিরাও চাইলা না, আমায় ভালোবাসলা না.. তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া.... তোমার চোখের সপ্ন টা দেখাইছিলা তুমি এই হাতে হাত রাখিয়া আমায় কইতা ভালোবাসি আমি বোকার মতো তোমার কথা নিতাম বিশ্বাস কইরা আমি বুঝি নাই তোমার ছলনায় গেছি ফান্দে পইড়া এতো নাটক জানো আর কতো অভিনয় এতো সুন্দর কইরা করো সবই সত্যি মনে হয় আমি বাঁইচা থাইকাও বুইঝা গেছি মৃত্যু কাকে কয় মানতে হইবো তুমি সেরা তোমার অভিনয়ের জয় আমার মন টা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া তুমি ফিরাও চাইলা না আমায় ভালোবাসলা না তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া আমার মন টা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া তুমি ফিরাও চাইলা না আমায় ভালোবাসলা না তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া

Monta Vangiya

Ore mon boba mon

tui keno vabis

je vule geche tokeoviman hobe ki aar ney to valobasa

dube geche adhare...

o...chai na e valobasa chai na obohela

dekhte chai na tomar oi miche maya..

purche ridoy amar jak na pore

aami ar nei to amarei majhe...

amar monta vangiya tum gela haraiya,

ami sob haraylam tomar premer zzmayay poria..

tumi firau chaila na,

amay valobasla na..

tumi tomar choila gela amay kandaya...