Song Credits:

Song: Ami Ek Jajabar

Artist: Bhupen Hazarika

Music Director: Bhupen Hazarika

Lyricist: Bhupen Hazarika/Shibdas Banerjee

Album Title: All Time Greats

আমি এক যাযাবর

আমি এক যাযাবর

আমি এক যাযাবর

পৃথিবী আমাকে আপন করেছে

ভুলেছি নিজের ঘর

আমি এক যাযাবর

আমি এক যাযাবর


আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে


ভলগার রূপ দেখেছি

অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে

প্যা রিসের ধূলো মেখেছি

আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে


শিকাগো শহরে দিয়েছি


গালিবের শের তাশখন্দের

মিনারে বসে শুনেছি

মার্ক টোয়েনের সমাধিতে বসে

গোর্কির কথা বলেছি

বারে বারে আমি পথের টানেই

পথকে করেছি ঘর

তাই আমি যাযাবর

তাই আমি যাযাবর


বহু যাযাবর লক্ষ্যবিহীন


আমার রয়েছে পণ

রঙের খনি যেখানে দেখেছি

রাঙিয়ে নিয়েছি মন

আমি দেখেছি অনেক গগনচুম্বী

অট্টালিকার সারি

তার ছায়াতেই দেখেছি অনেক

গৃহহীন নরনারী

আমি দেখেছি অনেক গোলাপ-বকুল

ফুটে আছে থরে থরে

আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা

ঝরে গেছে অনাদরে

প্রেমহীন ভালোবাসা বেসে বেসে

ভেঙ্গেছি সুখের ঘর

পথের মানুষ আপন হয়েছে

আপন হয়েছে পর

তাই আমি যাযাবর

আমি এক যাযাবর

আমি এক যাযাবর


আমি এক যাযাবর

আমি এক যাযাবর

আমি এক যাযাবর